বাজিস-৪ : নওগাঁ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিক ক্লাশ শুরু

145

বাজিস-৪
নওগাঁ- মেডিকেল -কলেজ
নওগাঁ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিক ক্লাশ শুরু
নওগাঁ, ১০ জানুয়ারি, ২০১৯ (বাসস) : নওগাঁ মেডিকেল কলেজে প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে ক্লাশ শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী।
উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ সদর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক, নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ কে এম ফজলে রাব্বী, নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি, নওগাঁ আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম, সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগের প্রধান ডাঃ মঞ্জুরুল আলম, নওগাঁ বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম, স্বাচিবের ডাঃ মোঃ আজিজুল হক বক্তব্য রাখেন।
এ সময় নওগাঁ জেলার স্বস্থ্য বিভাগের সকল কর্মকর্তা, বেসরকারি বিভিন্ন ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসকবৃন্দ, রাজিৈনতক ব্যক্তিবর্গ, মেডিকেল কলেজের শিক্ষকমন্ডলী এবং মেডিক্যাল কলেজের ৫০ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
আলোচকবৃন্দ নওগাঁয় মেডিকেল কলেজ অনুমোদন দেয়ায় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাসস/ সংবাদদাতা/১৭১৫/মরপা