বাসস বিদেশ-৫ : চীনে মাদক সংক্রান্ত মামলায় পুনর্বিচার কানাডিয়ান নাগরিকের

136

বাসস বিদেশ-৫
চীন-কানাডা-অপরাধ
চীনে মাদক সংক্রান্ত মামলায় পুনর্বিচার কানাডিয়ান নাগরিকের
বেইজিং, ১০ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : চীনে মাদক পাচারের দায়ে ১৫ বছরের সাজাপ্রাপ্ত কানাডার এক নাগরিক সোমবার পুনরায় বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন। এতে তার সাজা বাড়িয়ে দেয়া হতে পারে। এরফলে বেইজিং ও অটোয়ার মধ্যকার সম্পর্কের টানাপোড়েন আরো তীব্র হতে পাওে বলে আশংকা করা হচ্ছে।
ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে উত্তর-পূর্বাঞ্চলীয় ড্যালিয়ান ইন্টারমিডিয়েট পিপল’স কোর্ট বৃহস্পতিবার জানায়, রবার্ট লয়েড শেলেনবার্গের নতুন বিচারের দিনক্ষণ ১৪ জানুয়ারি সকাল ৮টায় নির্ধারণ করা হয়েছে।
তবে তারা এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মাদক পাচারের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি গ্রহণ করা চীন বিপুল পরিমাণ মাদক পাচারের অপরাধে দোষী সাব্যস্ত যে কোন বিদেশীকে মৃত্যুদন্ড দিচ্ছে।
গত পহেলা ডিসেম্বর চীনের টেলিকমিউনিকেশন কোম্পানি হুয়াওয়ের একজন জ্যেষ্ঠ নির্বাহীকে কানাডায় গ্রেফতার করাকে কেন্দ্র করে যখন বেইজিং ও অটোয়ার মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে এই মামলার ঘটনাটি প্রকাশ পেলো। বিশ্লেষকরা একে চীনের প্রতিশোধমূলক আচরণ বলছে।
উল্লেখ্য, নভেম্বর মাসে আদালত শেলেনবার্গকে ১৫ বছরের কারাদন্ড ও ১ লাখ ৫০ হাজার ইউয়ান জরিমানা করেছে।
বাসস/ কেএআর/১৬১০/জুনা