বাসস ক্রীড়া-১৮ : খুলনার সংগ্রহ ১১৭ রান

297

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-বিপিএল
খুলনার সংগ্রহ ১১৭ রান
ঢাকা, ৯ জানুয়ারি ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের অষ্টম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রান করেছে খুলনা টাইটান্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট হাতে নেমে ৪০ রানের সূচনা পায় খুলনা। দুই ওপেনার পল স্ট্রার্লিং ১৬ ও জুনায়েদ সিদ্দিকী ২৩ রানের ছোট ইনিংস খেলেন।
এরপর মিডল-অর্ডারে কোন ব্যাটসম্যান শক্ত হাতে হাল ধরতে পারেননি। উইকেটরক্ষক জহিরুল ইসলাম ১ রানে থামলেও, মিডল-অর্ডারের অন্য তিন ব্যাটসম্যান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ-ইংল্যান্ডের ডেভিড মালান-আরিফুল হক দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। মাহমুদুল্লাহ ১১, মালান ২২ ও আরিফুল ১২ রান করেন।
১০১ রানে ৬ উইকেট হারানোয় বড় সংগ্রহ পাবার পথ বন্ধ হয়ে যায় খুলনার। শেষ পর্যন্ত ১১৭ রানের বেশি করতে পারেনি তারা। শেষদিকে, দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইস ১৪ রান করেন। রাজশাহী কিংসের শ্রীলংকার খেলোয়াড় ইসুরু উদানা ১৫ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
খুলনা টাইটান্স : ১১৭/৯, ২০ ওভার (জুনায়েদ ২৩, মালান ২২, উদানা ৩/১৫)।
বাসস/এএসজি/এএমটি/১৯১৫/মোজা/স্বব