বাসস ক্রীড়া-১৬ : মোরাতার দল পরিবর্তনের বিষয়টি বেশ জটিল : সেভিয়া পরিচালক

256

বাসস ক্রীড়া-১৬
ফুটবল-মোরাতা
মোরাতার দল পরিবর্তনের বিষয়টি বেশ জটিল : সেভিয়া পরিচালক
মাদ্রিদ, ৯ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সেভিয়ার ফুটবল পরিচালক জোয়াকিন কেপারোস মনে করেন আলভারো মোরাতা লা লীগার ক্লাবে খেলতে আগ্রহী হলেও এ বিষয়ে তার বর্তমান ক্লাব চেলসির সঙ্গে চুক্তি করাটা বেশ কঠিন হবে।
৬০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ২০১৭ সালের জুলাইয়ে চেলসিতে যোগ দেয়া এই স্প্যানিশ আন্তর্জাতিক তারকা প্রিমিয়ার লিগে এ পর্যন্ত মাত্র ১৬টি গোল করেছেন। চলতি মাসেই স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার জন্য বিভিন্ন ক্লাবে যোগাযোগ শুরু করেছেন এই স্প্যানিশ। আপাতত লোনে মোরাতাকে দলে নেয়া যাবে বলে তার এজেন্ট উল্লেখ করলেও স্পষ্ট কোন বক্তব্য পায়নি সেভিয়া। যে কারণে স্প্যানিশ এই ক্লাবটি এ বিষয়ে খুব একটা আশাবাদী নয়।
ক্লাবের নিজস্ব টেলিভিশন চ্যানেলকে কেপারোস বলেন, ‘এটি ঠিক যে এই খেলোয়াড়ের প্রতি আমাদের আগ্রহ আছে। তবে এটি বেশ জটিল একটি প্রক্রিয়া। যদিও সবকিছু ছেড়ে মোরাতা এখানে আসতে চায়। তবে বিষয়টি জটিল। চেলসি এমন একটি ক্লাব, যাদের সঙ্গে আপোষ করা বেশ কঠিন।’
এর চেয়ে বরং বার্সেলোনার ২৩ বছর বয়সি ফরোয়ার্ড মুনির আল হাদাদিকে দলে ভেড়ানোর বিষয়ে বেশি আত্মবিশ্বাসী এই সেভিয়া কর্মকর্তা। কেপারোস বলেন, ‘তিনি একজন তরুন খেলোয়াড় এবং আমরা যে মানের খেলোয়াড় খুঁজছি তার সঙ্গে মুনিরের প্রোফাইলের মিল রয়েছে। বিকল্প হিসেবে আমরা তার বিষয়টি নিয়েও কাজ করছি।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮০৫/নীহা