বাসস বিদেশ-৬ : কঙ্গোয় ৪৮ ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল

130

বাসস বিদেশ-৬
কঙ্গো-ভোট
কঙ্গোয় ৪৮ ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল
কিনশাসা, ৯ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : কঙ্গোয় বহু বিলম্বিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফল আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হতে পারে। মঙ্গলবার এক শীর্ষ নির্বাচন কর্মকর্তা একথা জানান।
গত দুই বছরে নির্বাচনটি তিন দফা পেছানো হয়েছে। দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা প্রেসিডেন্ট জোসেফ কাবিলার উত্তরসূরী নির্বাচনের জন্য এই ভোটের আয়োজন করা হয়।
৩০ ডিসেম্বররের এই নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা ছিল গত রোববার। কিন্তু ফলাফল ঘোষণা পিছিয়ে দেয়া হয়।
ইন্ডিপেন্টেন্ড ন্যাশনাল ইলেক্টোরাল কমিশন (সিইএনআই) ফল প্রকাশে বিলম্বের জন্য ভোটের তথ্য সংগ্রহে সমস্যার কথা উল্লেখ করেছেন।
এই ফলাফল ঘোষণা নিয়ে উত্তেজনা বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহল থেকে দ্রুত নির্বাচনের ফল ঘোষণার জন্য দেশটির উপর ব্যাপক চাপ রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বাসস/কেএআর/১৪৫৫/এমএসআই