বাসস বিদেশ-২ : মেক্সিকো সীমান্তে ইস্পাতের দেয়াল নির্মাণে ৫৭০ কোটি ডলার দাবি ট্রাম্পের

167

বাসস বিদেশ-২
যুক্তরাষ্ট্র-রাজনীতি
মেক্সিকো সীমান্তে ইস্পাতের দেয়াল নির্মাণে ৫৭০ কোটি ডলার দাবি ট্রাম্পের
ওয়াশিংটন, ৯ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য আবারও ৫৭০ কোটি মার্কিন ডলার দাবি করেছেন।তবে তিনি জরুরি অবস্থা জারির করেননি।
ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে এক ভাষণে ট্রাম্প বলেন, ‘সার্বিক সীমান্ত নিরাপত্তার অংশ হিসেবে আইন প্রয়োগকারী কর্মকর্তারা সীমান্ত বেড়া নির্মাণের জন্য ৫৭০ কোটি মার্কিন ডলারের আবেদন করেছেন।’
ট্রাম্প কয়েক দিন ধরে সীমান্তে জরুরি অবস্থা জারির করা বলে আসছিলেন। এটা করলে তিনি কংগ্রেসকে এড়িয়ে এই দেয়াল নির্মাণের জন্য অর্থ নিতে পারবেন।
কংগ্রেস এখন পর্যন্ত এই প্রকল্পের জন্য অথের্র অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
বাসস/কেএআর/১১৪৪/এমএবি