বাজিস-৮ : মাগুরায় ঐতিহ্যবাহী ঝাপান গান ও সাপ খেলা অনুষ্ঠিত

318

বাজিস-৮
মাগুরা- ঐতিহ্যবাহী
মাগুরায় ঐতিহ্যবাহী ঝাপান গান ও সাপ খেলা অনুষ্ঠিত
মাগুরা, ৮ জানুয়ারি, ২০১৯ (বাসস) : জেলা শহরের নোমানী ময়দানে আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান গান ও সাপ খেলা। জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় জেলা প্রশাসন এ ঝাপান গানের আয়োজন করে। মাগুরার পাশর্^বর্তী ঝিনাইদহ জেলার কয়েরগাছী গ্রামের স্বর্পরাজ টনি মন্ডলের নেতৃত্বে লিটন সরকার, সোহেলসহ দলের অন্যান্যরা নেচে গেয়ে সাপ খেলা দেখানোর পাশাপাশি গান পরিবেশন করে দর্শকদের আনন্দ দেন।
টনি মন্ডল জানান, এক সময় গ্রাম বাংলায় সাপ খেলা দেখিয়ে সাধারণ মানুষের আনন্দ দিত সাপুড়েরা। সাপ খেলা আমাদের ঐতিহ্যের একটি অংশ। পূর্বপুরুষদের অনুসারী হয়ে আমরা এটিকে টিকিয়ে রাখার চেষ্টা করছি। সাপ খেলা দেখিয়েই আমরা জীবিকা নির্বাহ করে থাকি। দেশের বিভিন্ন স্থানে আমরা সাপ খেলা দেখিয়ে মানুষের আনন্দ দেয়ার চেষ্টা করি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আলী আকবর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আক্তারুন্নাহার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯৪৫/মরপা