বাসস দেশ-২০ : পাঁচ পথিকৃৎ সাংবাদিকের নামে প্রেসক্লাবে হল ও পাঠাগার

152

বাসস দেশ-২০
প্রেসক্লাব-পাঠাগার
পাঁচ পথিকৃৎ সাংবাদিকের নামে প্রেসক্লাবে হল ও পাঠাগার
ঢাকা, ৮ জানুয়ারি, ২০১৯ (বাসস) : পাঁচ পথিকৃৎ সাংবাদিকের নামে জাতীয় প্রেসক্লাবের চারটি হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে।
বরেণ্য এই পাঁচ সাংবাদিক হলেন- মওলানা মোহাম্মদ আকরম খাঁ, জহুর হোসেন চৌধুরী, আবদুস সালাম, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও কবি শামসুর রাহমান।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এই চারটি হল এবং পাঠাগারের নামকরণ ফলক উন্মোচন করেন।
এ সময় প্রেসক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি তাদের দায়িত্ব গ্রহণ করে।
পরে, জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।
বাসস/সবি/এসএস/১৮২০/এএএ