বাসস দেশ-১৭ : বরিশালের মুক্তিযোদ্ধাদের বকেয়া ভাতা পরিশোধ করা হবে

167

বাসস দেশ-১৭
মুক্তিযোদ্ধা-বরিশাল
বরিশালের মুক্তিযোদ্ধাদের বকেয়া ভাতা পরিশোধ করা হবে
ঢাকা, ৮ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বরিশাল জেলার মুক্তিযোদ্ধাদের বকেয়া সম্মানী ভাতা পরিশোধ করা হবে।
অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্তির সাথে সাথে এ ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪-২০১৫ অর্থবছরে বরিশাল জেলার ৬ হাজার ৪৫৬ জন ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধার বিপরীতে মাসিক ৫ হাজার টাকা হারে সর্বমোট ভাতার পরিমাণ ছিল ৩৮ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা। এরমধ্যে ২২৪ জন মুক্তিযোদ্ধার ব্যাংক হিসাব সংক্রান্ত জটিলতা ও অন্যান্য অনিষ্পন্ন কার্যক্রমের বিষয় উল্লেখ করা হয়। এরপর জেলা প্রশাসন থেকে পাঠানো চাহিদাপত্র অনুযায়ী ওই অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বরিশাল জেলার মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ ৩৪ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। যা প্রকৃত চাহিদার চেয়ে ৩ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা কম।
পরবর্তীতে এসব ভাতাভোগী মুক্তিযোদ্ধার ব্যাংক হিসাব ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে সম্পূর্ণ ভাতা নিয়মিতভাবে প্রদান করা হলেও পরবর্তী পর্যায়ে বকেয়া পাওনার ৩ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়নি।
বিষয়টি ইতোমধ্যে মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ায় উক্ত বকেয়া চাহিদার জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ যথাযথ নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাসস/সবি/এমএসএইচ/১৮১০/-আসচৌ