বাসস দেশ-৬ : শ্রমিক বান্ধব হিসেবে মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই : মন্নুজান সুফিয়ান

148

বাসস দেশ-৬
শ্রম প্রতিমন্ত্রী-পরিচিতি সভা
শ্রমিক বান্ধব হিসেবে মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই : মন্নুজান সুফিয়ান
ঢাকা, ৮ জানুয়ারি, ২০১৯ (বাসস) : মন্ত্রণালয়কে শ্রমিক বান্ধব হিসেবে এগিয়ে নিতে চান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সরকারের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে শ্রম প্রতিমন্ত্রী বলেন, সকলে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে সরকারের লক্ষ্য বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি বলেন, খুলনার খালিশপুরে বন্ধ নিউজপ্রিন্ট মিল ও জুট মিলসহ অন্যান্য বন্ধ কলকারখানাগুলো চালুর উদ্যোগ নেয়া হবে। এছাড়াও আদমজি জুট মিলের অব্যবহৃত জায়গা শিল্প-কারখানার কাজে লাগানোর চেষ্টা করবেন বলে জানান প্রতিমন্ত্রী।
পরিচিতি অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ, আশরাফ শামীমসহ মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধিনস্ত অধিদপ্তর সমূহের প্রধানরা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/বিকেডি/১৬৩০/কেজিএ