বাসস বিদেশ-৬ : পাপুয়া নিউ গিনির আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

138

বাসস বিদেশ-৬
পিএনজি-অগ্ন্যুৎপাত
পাপুয়া নিউ গিনির আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত
সিডনী, ৮ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক): পাপুয়া নিউ গিনির সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এতে দ্বীপের পাশের অনেক গ্রাম ছাইভস্মে ছেয়ে গেছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
পাপুয়া নিউ গিনির মূল ভূখন্ডের উত্তরে সমুদ্র তীরের মানাম দ্বীপ হচ্ছে একটি সক্রিয় আগ্নেয়গিরি। ২০০৪ সালের নভেম্বরে সেখানে ব্যাপক অগ্ন্যুৎপাতের কারণে প্রায় নয় হাজার লোককে সরিয়ে নেয়া হয়।
গত মাসে লাভা ও ছাইভস্ম উদগিরণ শুরু হওয়ার পর থেকে এ আগ্নেয়গিরি থেকে বেশ কয়েকবার অগ্ন্যুৎপাত ঘটে।
অগ্ন্যুৎপাত পর্যবেক্ষণ সংস্থা সোমবার ভূমিকম্প আঘাতের সতর্ক সংকেত বাজানোর পরপরই সেখানে অগ্ন্যুৎপাত শুরু হয়। সোমবার মধ্যরাতের পরও সেখানে অগ্ন্যুৎপাত অব্যাহত থাকে।
বাসস/এমএজেড/১৫৪০/জুনা