বাসস বিদেশ-১ : নিশানের সাবেক প্রধানের আটক বৈধ

286

বাসস বিদেশ-১
জাপান-আদালত-বিচারক
নিশানের সাবেক প্রধানের আটক বৈধ
টোকিও, ৮ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : বিশ্বের বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস ঘোসনের আটক বৈধ। কারণ তিনি ফ্লাইট ঝুঁকি সৃষ্টি করেছিলেন এবং প্রমাণ রয়েছে তিনি অবৈধ হস্তক্ষেপ করেছেন। মঙ্গলবার টোকিওর এক বিচারক একথা বলেন। খবর এএফপি’র।
আর্থিক অনিয়মের অভিযোগে গত নভেম্বর মাসে গ্রেফতার হওয়ার পর এই প্রথমবারের মতো মামলার শুনানির জন্য ঘোসনকে আদালতে হাজির করা হলো।
বাসস/কেএআর/০৯৫৫/-এমএজেড