বাসস দেশ-১২ : নৌপরিবহন মন্ত্রণালয় উন্নয়নের অগ্রযাত্রায় একটি দৃষ্টান্ত: শাজাহান খান

112

বাসস দেশ-১২
শাজাহান খান-সংবর্ধনা
নৌপরিবহন মন্ত্রণালয় উন্নয়নের অগ্রযাত্রায় একটি দৃষ্টান্ত: শাজাহান খান
ঢাকা, ০৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সদ্য বিদায়ী নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সকলের পরিশ্রমের ফলে নৌপরিবহন মন্ত্রণালয় উন্নয়নের অগ্রযাত্রায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
আজ সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ে তার শেষ কর্মদিবস উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে আন্তরিক, নিষ্ঠা এবং সাহসিকতার সাথে কাজ করতে হবে। ২০২১ সাল নাগাদ মধ্যম এবং ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ গড়তে সকলকে আরো পরিশ্রম করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দক্ষ রাষ্ট্রপরিচালক। তিনি বিচক্ষণতার সাথে মন্ত্রিসভা গঠন করেছেন। নতুন মন্ত্রিসভা দেশের উন্নয়নে কাজ করবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবমুখী। তাঁর উন্নয়নের অগ্রযাত্রায় সকলে সাহসী ভূমিকা পালন করবেন।
নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, শাহাদৎ হোসেন, এম এম তারিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/বিকেডি/১৬৫০/এএএ