বাসস ক্রীড়া-১২ : নয়্যারকে নির্বাচন করে ঝুঁকি নিচ্ছে জার্মানী : বালাক

413

বাসস ক্রীড়া-১২
ফুটবল-বিশ্বকাপ-জার্মানী
নয়্যারকে নির্বাচন করে ঝুঁকি নিচ্ছে জার্মানী : বালাক
মিউনিখ, ২৯ মে ২০১৮ (বাসস/গোল ডট কম) : গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে স্কোয়াডভুক্ত করে জার্মানী ঝুঁকি নিচ্ছে বলে দাবী করেছেন দেশটির সাবেক কিংবদন্তী ফুটবলার মাইকেল বালাক। ইনজুরির কারণে দীর্ঘ ৯ মাস ধরে খেলার বাইরে রয়েছেন এই গোলরক্ষক।
সর্বশেষ গত সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন নয়্যার। ভাঙ্গা পায়ে অস্ত্রোপাচারের কারণে আর মাঠে নামা হয়নি জার্মানীর এক নম্বর এই গোলরক্ষকের। সুস্থ হয়ে বায়ার্নের চলতি মৌসুমের শেষ সপ্তাহের অনুশীলনে তিনি যোগ দিয়েছিলেন। তবে কোন খেলায় অংশগ্রহণ ছাড়াই জার্মানীর বিশ্বকাপ স্কোয়াডের তাকে অন্তর্ভুক্ত করেছেন কোচ জোচিম লো। আগামী ৪ জুন ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ। সেখানে নয়্যারকে রাখা না রাখা নিয়ে চলছে জোড় আলোচনা।
জাতীয় দলের সাবেক মিডফিল্ডার বালাক বলেন, ‘আমার মতে এটি সত্যিকারের এক উপাদেয় পরিস্থিতি, একটি বিশেষ পরিস্থিতি। নয়ার বিশ্বের সেরা গোলরক্ষক এবং সে জন্য তার একটি বিশেষ মর্যাদাও রয়েছে। আমরা অন্য কারো বিষয়ে আলোচনা করলে তিনি দলে থাকতেন না। তবে তার ওপড় কোচ এবং ট্রেনিং স্টাফদের একটা বিশ্বাস আছে। তাদের মধ্যে ভাল সম্পর্ক আছে।’
গত সপ্তাহে লো বলেছেন, তার দৃঢ় বিশ্বাস আগামী ৪ জুন চূড়ান্ত দল ঘোষণার আগে নয়্যার তার ফিটনেস প্রমাণ করবেন। বায়ার্ন মিউনিখের এ গোলরক্ষক রাশিয়া যেতে পারলে তিনিই সেরা পছন্দ হবেন বলেও জানিয়েছিলেন কোচ।
জার্মানীর হয়ে বিশ্বকাপের দুই আসরে অংশ নেয়া বালাক আরো বলেন, ‘নয়্যার বলছেন তার ব্যথা নেই, অনুশীলন করছেন। একজন গোলরক্ষকের ক্ষেত্রে দীর্ঘ সময় ম্যাচ না খেলা কিছুটা ভিন্ন ব্যপার।’
‘যেহেতু বিশ্বকাপের আগে সে কোন ম্যাচ খেলেনি তাই এটা একটা বিশেষ অবস্থা। তাকে দলে রাখাটা অবশ্যই একটা ঝুঁকি। তবে গোলরক্ষক হিসেবে দায়িত্ব নেয়ার মত খেলোয়াড় আমাদের আছে।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯৩৫/মোজা/স্বব