ভারতে ২ খনিশ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১৫

179

নয়াদিল্লী, ৭ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : ভারতের উত্তরপূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় দুই খনি শ্রমিক মারা গেছে। পুলিশ সোমবার এ কথা জানায়।
এদিকে এ অঞ্চলের অপর এক অবৈধ খনিতে ১৫ শ্রমিক আটকা পড়েছে। উদ্ধারকারীরা তাদের উদ্ধারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানায়, সরু সুড়–ঙ্গে কয়লা খননের সময় বোল্ডারের আঘাতে দুই শ্রমিক প্রাণ হারায় বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার খনিজ সমৃদ্ধ মেঘালয় রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
পুলিশের সুপারিন্টেন্ডেন্ট সিলভেস্টার নংগার এক বিবৃতিতে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। খনির মালিককে খোঁজা হচ্ছে।
এদিকে মেঘালয়ের অন্য একটি স্থানে অবৈধ একটি কয়লা খনিতে আটকা পড়া ১৫ খনি শ্রমিকের ভাগ্য সম্পর্কে কিছু জানা যায়নি।
গত ১৩ ডিসেম্বর থেকে এই খনি শ্রমিকরা নিখোঁজ ছিলেন। পার্শ্ববর্তী একটি নদী থেকে একটি সরু গর্ত দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হলে তারা নিখোঁজ হন।
উদ্ধারকারী দল ৩৮০ ফুট গভীর খনি থেকে পাম্প করে পানি বের করছেন।
এখানেই শ্রমিকরা আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।