বাসস বিদেশ-৬ : বিদেশী ভাষায় শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাণের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পেলেন রোমা

132

বাসস বিদেশ-৬
বিনোদন-যুক্তরাষ্ট্র-চলচ্চিত্র
বিদেশী ভাষায় শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাণের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পেলেন রোমা
লসএঞ্জেলস, ৭ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : বিদেশী ভাষায় শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাণের জন্য রোববার গোল্ডেন গ্লোব পুরষ্কার পেলেন ম্যাক্সিকান চলচ্চিত্র নির্মাতা আলফনসো কুয়ারনস রোমা। খবর এএফপি’র।
ম্যাক্সিকান এই চলচ্চিত্র নির্মাতার সাম্প্রতিক যে ছবিগুলো বিশ্বব্যাপী অলোড়ন তুলেছে সেগুলো হলো, ক্যাপারনাউম (লেবানন), গার্ল (বেলজিয়াম), নেভার লুক এওয়ে (জার্মানি), শপলিফটার (জাপান) ।
বাসস/ অনু- জেজেড/১৫১০/জুনা