আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ

327

ঢাকা, ৭ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সারাদেশে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে কক্সবাজার জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘পাবুক’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে গভীর নি¤œচাপে পরিণত হয়। তারপর এটি আরো দুর্বল হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ক্রমশঃ দুর্বল হতে পারে। উপ-মহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
দিনাজপুর, তেঁতুলিয়, ডিমলা, রাজারহাট, রাজশাহী, পাবনা, বদলগাছি, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, শ্রীমঙ্গল, সীতাকুন্ড, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও ফরিদপুর অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যহত থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২৬ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৪৩ মিনিটে।
দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও টেকনাফ ২৯ ডিগ্রি এবং আজকের সর্বনি¤œ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭ ডিগ্রি সেলসিয়াস।