বাজিস-১২ : বুড়িগঙ্গা নদীর তীরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

401

বাজিস-১২
বুড়িগঙ্গ-উচ্ছেদ
বুড়িগঙ্গা নদীর তীরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জ, ২৯ মে ২০১৮ (বাসস) : নারায়ণগঞ্জের পাগলা মুন্সিখোলা এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর দখল করে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত কাচা-পাকা, আধাপাকা স্থাপনা ও বালু ফেলে নদীর তীর ভরাট করা অংশ মাটি খনন করে উচ্ছেদ করা হয়। এসময় বেশ কিছু পরিমান বালু পাথর জব্দ করে নিলামে বিক্রি করা হয়।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি’র নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন রাজধানীর সদরঘাট নদী বন্দরের যুগ্মপরিচালক আরিফ উদ্দিন, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঞ্জুর কাদেরসহ বিআইডব্লিউটিএ’র উর্ধ্বতন কর্মকর্তারা।
বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্যের উপস্থিতিতে বিআইডব্লিউটিএ’র দুটি এক্সেভেটর (ভেকু) দিয়ে মাটি খনন করে নদী পূর্বাবস্থায় আনা হয়। এবং নদী দখল করে গড়ে তোলা টিনসেড, আধাপাকা, পাকা স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
বিআইডিব্লিউটিএর সদরঘাট নদী বন্দরের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন জানান, চারদিন ব্যাপি উচ্ছেদ অভিযানের প্রথম দিনে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাগলা মুন্সিখোলা থেকে পঞ্চবটি পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীর ও ওয়াকওয়ে দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হবে। তিনি বলেন, বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা থেকে পঞ্চবটি পর্যন্ত ১২ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রভাশালী ব্যক্তিরা বালু, পাথর, ইট, সুরকী, কয়লা, গাছেরগুড়ি ব্যাবসায়ীরা ওয়াকওয়ে দখল করে, কোথাও কোথাও রেলিং ভেঙ্গে গাছের গুড়ি গেড়ে বালু ইট সুরকী ফেলে নদী ভরাট করে। বাঁশের খুঁটি গেড়ে জেটি বানিয়ে মালামাল লোড আনলোড করে আসছে। যার কারণে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াকওয়ে বিনষ্ট হয়ে পড়েছে।
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি জানান, পাগলা মুন্সিখোলা এলাকায় ওয়াকওয়ের পাড়ে নদী তীর দখল করে বালু পাথরের ব্যবসা করে আসছিলো। সেগুলো উচ্ছেদ করে বেশ কিছু পরিমান বালু পাথর জব্দ করা হয়। সেগুলো সাড়ে তিনলাখ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। নদীর সীমানা পিলারের ভেতরে নির্মিত পাকা, আধাপাকা, টিনসেটসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চারদিন ব্যাপী এই উচ্ছেদ অভিযানে যে সব স্থাপনা পড়বে তা উচ্ছেদ করা হবে। তিনি বলেন, উচ্ছেদ অভিযানে জেল জরিমানাও করা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/১৯৩৯/মরপা