বাসস বিদেশ-১ : মাল্টা উপকূলে আটকা পড়া অভিবাসীদের ব্যাপারে ‘সংহতি’ প্রকাশে ইইউ’র প্রতি পোপের আহবান

176

বাসস বিদেশ-১
ইতালি-ইউরোপ-অভিবাসী-পোপ
মাল্টা উপকূলে আটকা পড়া অভিবাসীদের ব্যাপারে ‘সংহতি’ প্রকাশে ইইউ’র প্রতি পোপের আহবান
ভ্যাকেশন সিটি, ৭ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : পোপ ফ্রান্সিস মাল্টা উপকূলে এনজিও’র বিভিন্ন জাহাজে আটকা পড়া ৪৯ অভিবাসীর ব্যাপারে ‘গভীর সংহতি’ প্রকাশে রোববার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। মাল্টা এসব অভিবাসীকে দেশটির ভূখন্ডে প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
খবর এএফপি’র।
এদিকে এসব উদ্ধার জাহাজকে বন্দরে প্রবেশের সুযোগ দিতে অস্বীকৃতি জানানো ইতালি ও মাল্টা রোববার তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
রোমের সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হাজার হাজার লোকের উদ্দেশ্যে ফ্রান্সিস বলেন, ‘ভূমধ্যসাগর থেকে এনজিও’র দু’টি জাহাজের সাহায্যে উদ্ধার করা ৪৯ অভিবাসী বিগত কয়েকদিন ধরে জাহাজ থেকে নামার অপেক্ষায় রয়েছেন।’
তিনি বলেন, ‘আমি এসব লোককে সম্মান জানাতে গভীর সংহতি প্রকাশে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি আন্তরিক আহবান জানাচ্ছি।’
এদিকে এসব অভিবাসীর কেউ কেউ দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সমুদ্রে আটকে থাকায় তাদের সঙ্কটাপন্ন অবস্থা নিয়ে ক্রমেই উদ্বেগ বেড়ে যাওয়ায় ইউরোপীয় কমিশনও তাদেরকে মেনে নিতে ইইউ’র সদস্য দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে।
বাসস/এমএজেড/১০৩০/কেএআর