বাজিস-৭ : ডোমারে মাছ উৎপাদন বৃদ্ধিতে জলাশয় পুন:খনন কাজ শুরু

285

বাজিস-৭
ডোমার-জলাশয়
ডোমারে মাছ উৎপাদন বৃদ্ধিতে জলাশয় পুন:খনন কাজ শুরু
নীলফামারী, ৬ জানুয়ারী, ২০১৯ (বাসস) : জেলার ডোমার উপজেলায় মাছের উৎপাদন বৃদ্ধিতে সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি গ্রামের চামুয়ার বিল পুন:খনন কাজ শুরু হয়েছে। ১৫ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে আজ রোববার দুপুরে খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা সর্দার মহিদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
জেলা মৎস কর্মকর্তা আবদুর রউফ জানান, মৎস্য উৎপাদন বৃদ্ধিতে জেলায় প্রায় ২০ হেক্টর আয়তনের ১১টি জলাশয় পুন:খননের কাজ হাতে নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে ১৫ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে ডোমার উপজেলার চামুয়ার বিলের কাজ শুরু হলো। এর আগে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের বাঁশপুকুর জলাশয় খনন কাজ শুরু করা হয়।
বাসস/সংবাদাতা/১৮৩০/মরপা