বাজিস-৬ : ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় হাসপতালে মৃত্যুর সঠিক, কারণ বিষয়ক সেমিনার

271

বাজিস-৬
ময়মনসিংহ-সেমিনার
ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় হাসপতালে মৃত্যুর সঠিক, কারণ বিষয়ক সেমিনার
ময়মনসিংহ, ৬ জানুয়ারী ২০১৯ (বাসস) : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন। সেমিনারে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপসচিব মো. শহিদুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন, সিবিএমসিবি এর পরিচালক অধ্যাপক ডা. এম করিম খান, অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মানজুরুল হক, নেত্রকোনা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এ কে এম সাদিকুল আজম, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল ওয়াকিল, ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. আব্দুল গনি।
হাসপতালে চিকিৎসাধীর অবস্থায় মৃত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ বিষয়ক বিশ্বস্বাস্থ্য সংস্থার ভাবনা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শাহ আলী আকবর আশরাফী।
সেমিনারে বক্তরা রোগের সঠিক কারণ নির্ধারণের উপর গুরুত্বারোপ করে বলেন, মানসম্মত ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনার তাৎপর্যপূর্ণ পুর্ব শর্ত হচ্ছে মানুষের মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয় করা।
বাসস/সংবাদদাতা/১৮২৯/মরপা