বাসস ক্রীড়া-১ : সিলেট সিক্সার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স

182

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-বিপিএল
সিলেট সিক্সার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ঢাকা, ৬ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের তৃতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কুমিল্লার অধিনায়কত্ব করছেন অস্ট্রেলিয়ার সাবেক দলপতি স্টিভেন স্মিথ। সিলেটের দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্টে এটিই দু’দলের প্রথম ম্যাচ।
সিলেট সিক্সার্স দল : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী অনিক এবং মেহেদি হাসান রান, সোহেল তানভির, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, ইমরান তাহির, নিকোলাস পুরান এবং মোহাম্মদ নওয়াজ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ এবং সঞ্জিত সাহা।
বিদেশী খেলোয়াড় : শোয়েব মালিক, লিয়াম ডসন, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই এবং আমের ইয়ামিন।
বাসস/এএসজি/এএমটি/১২২৫/স্বব