বাসস দেশ-১৭ : বিজয়ী দুই সংসদ সদস্যের শপথ নেয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে গণফোরাম

332

বাসস দেশ-১৭
গণফোরাম-সংসদ
বিজয়ী দুই সংসদ সদস্যের শপথ নেয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে গণফোরাম
ঢাকা, ৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া গণফোরামের দুইজন সংসদ সদস্যের শপথ নেয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশের কথা বলেছেন দলটির সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
তিনি বলেন , তারা বিষয়টি ‘ইতিবাচক’ দৃষ্টিতে দেখছেন এবং ‘ইতিবাচক’ সিদ্ধান্ত নেবেন।
রাজধানীর তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদের মিলনায়তনে আজ শনিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচিত দুইজন সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কি-না, সাংবাদিকরা জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘আমরা ইতিবাচক মনোভাব পোষণ করছি। যে দুজন নির্বাচনে বিজয়ী হয়েছেন, তারা তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন। তাদের বিষয়ে আমরা ইতিবাচকভাবে সিদ্ধান্ত নেব।’
বিএনপি যেহেতু শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের ‘ধানের শীষ’ প্রতীকে ভোট করে গণফোরাম সদস্য শপথ নিলে তা দুইদলের মধ্যে অনৈক্য সৃষ্টি করবে কি-না সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আমার মনে হয় না।’
সংবাদ সম্মেলনে সুলতান মোহাম্মদ মনসুরসহ দলের নেতা সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাসস/কেসি/১০১৬/এমকে