বাসস দেশ-৫ : সিরাজগঞ্জে দুর্ঘটনায় বাবা-ছেলে ও চালকসহ নিহত ৩

109

বাসস দেশ-৫
দুর্ঘটনা-নিহত
সিরাজগঞ্জে দুর্ঘটনায় বাবা-ছেলে ও চালকসহ নিহত ৩
সিরাজগঞ্জ, ৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সিরাজগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে ও পিক-আপভ্যানের চালকসহ তিন জন নিহত হয়েছে। ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে।
আজ ভোর সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল জেলার এনায়েতপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে ইদ্রিস আলী (৬০) ও তার ছেলে মঞ্জু হোসেন (২৮) এবং পিক-আপভ্যানের চালক একই জেলার সন্তোষ গ্রামের টিটু হোসেনের ছেলে রাজু হোসেন (২৭)।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, রাজশাহী থেকে বরই বোঝাই একটি পিকআপ ক’জন যাত্রী নিয়ে বেপরোয়াভাবে টাঙ্গাইল যাবার পথে ঝাঐল ওভার ব্রীজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পিক-আপটি পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়ে এর সামনের অংশ দুমড়ে-মুচরে যায়। ঘটনাস্থলেই বরই ব্যবসায়ী ইদ্রিস আলী ও তার ছেলে মঞ্জু এবং পিকআপ চালকসহ তিন জনেরই মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।
পরে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে ঘন্টা দুয়েক যান চলচলে বিঘœ ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/১৩২০/-কেকে