বাজিস-১ : জয়পুরহাটে পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষায় কর্মশালা

136

বাজিস-১
জয়পুরহাট-কর্মশালা
জয়পুরহাটে পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষায় কর্মশালা
জয়পুরহাট, ৫ জানুয়ারি, ২০১৯ (বাসস) : পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা গড়ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস উদ্বুদ্ধ করতে শনিবার পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষায় উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাকস ফাউন্ডেশন’।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় সদর উপজেলার দুর্গাদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই কর্মশালার আয়োজন করা হয়। পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষায় উদ্বুদ্ধকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদৎ হোসেন।
পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষা ও বাল্য বিয়ে রোধে করণীয় নানা বিষয় তুলে ধরে আলোচনা করেন ’জাকস ফাউন্ডেশনে’র উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বাদশা, রিসোর্স পার্সন সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার সোহেল আহমেদ, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা রাজিয়া, ছকিনা খাতুন প্রমুখ। বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রী পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষা ও বাল্য বিয়ে রোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/কেইউ/০৯২০/নূসী