গাইবান্ধা, ৪ জানুয়ারি, ২০১৯ (বাসস) : শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গাইবান্ধার জেলা প্রশাসন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম জোরদার করেছে।
কর্মকর্তরা জানান, শীতার্তদের মধ্যে বিতরণের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাছ থেকে চলতি মৌসুমে মোট ৪১ হাজার ৭শ’টি কম্বল পেয়েছে।
জেলার সাত উপজেলায় শীতার্তদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
সদর ইউএনও উত্তম কুমার রায় জানান, এ উপজেলার মোট ১৩টি ইউনিয়নের শীতার্তদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম ইদরিস আলী জানান, ৩৮ হাজার পিস কম্বল ইতোমধ্যেই এলাকার শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। বাকিগুলো বিতরণ করা হচ্ছে।
জেলা প্রশাসক আব্দুল মতিন জানান, উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের সদস্যদের যথাযথভাবে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের নির্দেশনা হয়েছে।