বাাজিস-৬ : নীলফামারীতে মাছ উৎপাদন বৃদ্ধিতে জলাশয় পুনঃখনন শুরু

119

বাাজিস-৬
নীলফামারী-খনন
নীলফামারীতে মাছ উৎপাদন বৃদ্ধিতে জলাশয় পুনঃখনন শুরু
নীলফামারী, ৩ জানুয়ারি, ২০১৯ (বাসস) : জেলায় মাছ উৎপাদন বৃদ্ধিতে সরকারী জলাশয় পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের দলবাড়ি পাড়া গ্রামে বাঁশপুকুর জলাশয় খননের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবুল কাশেম আযাদ, মৎস্য বিভাগের বিভাগীয় প্রকৌশলী জাহিদ হাবিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন ভুঁইয়া, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মাহবুব আলী জজ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন, গোরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী প্রমুখ।
জেলা মৎস্য কর্মকর্তা আবদুর রউফ জানান, মৎস্য উৎপাদন বৃদ্ধিতে জেলায় প্রায় ২০ হেক্টর আয়তনের ১১টি জলাশয় পুন:খননের কাজ হাতে নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে ১৭ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে এক দশমিক ১১ হেক্টর আয়তনের বাঁশপুকুর জলাশয়টি পুনঃখননের কাজ শুরু হলো। বরাদ্দ সাপেক্ষে অবশিষ্ট জলাশয় খননের কাজ শুরু হবে।
বাসস/সংবাদদাতা/১৬৫০/মরপা