বাসস দেশ-৫ : রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু

122

বাসস দেশ-৫
রেড ক্রিসেন্ট-কম্বল-বিতরণ
রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু
ঢাকা, ৩ জানুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের বিভিন্ন স্থানে অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী শীতার্ত জনগোষ্ঠির মাঝে শীত বস্ত্র বিতরণ শুরু করেছে।
সোসাইটির পক্ষ থেকে শীতপ্রবণ রাজশাহী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করা হয়েছে।
সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক নাজমুল আযম খান জানান, এবছর রাজধানীসহ সারাদেশের প্রায় ৫০ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের পরিকল্পনা রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রয়োজনের প্রেক্ষিতে এ সংখ্যা বাড়তে পারে বলেও তিনি জানান।
সোসাইটির মহাসচিব মো.ফিরোজ সালাহ্ উদ্দিন রেড ক্রিসেন্ট সোসাইটির পাশাপাশি শীতার্ত অসহায় দুস্থ জনগণকে সহায়তা প্রদানের লক্ষে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন, কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরাসরি নিজেরা অথবা রেড ক্রিসেন্টের সহায়তায় কম্বল বিতরণের মধ্য দিয়ে মানবিক সহায়তার হাত বাড়ানো আহবান জানিয়েছেন।
যদি কোন ব্যক্তি সোসাইটির মাধ্যমে শীতার্ত জনগণকে সহায়তা করতে আগ্রহী হন তাদেরকে সরাসরি: পরিচালক, ডিজাস্টার রেসপন্স বিভাগ, জাতীয় সদর দপ্তর, ৬৮৪-৬৮৬ বড় মগবাজার, ঢাকা অথবা বিডিআরসিএস হট লাইন নম্বরে +৮৮ – ০১৮১১৪৫৮৫২৪ যোগাযোগ করতে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বাসস/সবি/এমএন/১৬৩০/-জেজেড