বাসস ক্রীড়া-৮ : চার সপ্তাহের জন্য মাঠের বাইরে হোন্ডা

147

বাসস ক্রীড়া-৮
ফুটবল-ইনজুরি
চার সপ্তাহের জন্য মাঠের বাইরে হোন্ডা
মেলবোর্ন, ৩ জানুয়ারি ২০১৯ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারনে এ-লিগে মেলবোর্ন ভিক্টরির হয়ে আগামী চার সপ্তাহ খেলতে পারবেন না কেইসুকে হোন্ডা।
৩২ বছর বয়সী এই জাপানীজ মিডফিল্ডার সর্বশেষ গত ১৪ ডিসেম্বর মেলবোর্নের হয়ে খেলেছেন। তবে সম্প্রতী মেলবোর্ন সিটি ও ওয়েলিংটন ফিনিক্সের বিপক্ষে ড্র হওয়া ম্যাচ দুটিতে তিনি অনুপস্থিত ছিলেন।
হ্যামস্ট্রিংয়ে টান লাগার আগ পর্যন্ত গত সোমবার তিনি পূর্ণ অনুশীলন করেছেন। জানুয়ারির ব্যস্ত সূচীতে তাকে না পাওয়ায় ভিক্টরি বেশ দু:শ্চিন্তায় পড়েছে। এ সম্পর্কে এক বিবৃবিতে ভিক্টরির প্রধান কোচ কেভিন মাস্কাট বলেছেন, কেইসুকেকে না পাওয়াটা সত্যিই হতাশার। গত সপ্তাহে তার খেলা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু তাকে নিয়ে আমরা কোন ধরনের ঝুঁকি নিতে চাইনি। আশা করছি ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়।
এবারের মৌসুমে এ-লিগে খেলা শুরু করেছেন হোন্ডা। আট ম্যাচে তিনি পাঁচটি গোল করা ছাড়াও তিনটিতে এসিস্ট করেছেন। চার সপ্তাহের মধ্যে তিনি ভিক্টরির হয়ে ছয়টি ম্যাচ মিস করবেন। এর মধ্যে রয়েছে এডিলেড ইউনাইটেড, ওয়েলিংটন ও সিডনি এফসির বিপক্ষে ম্যাচ। লিগ টেবিলের শীর্ষে থাকা পার্থ গ্লোরির থেকে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে ভিক্টরি।
বাসস/নীহা/১৪৩০/স্বব