বাসস ক্রীড়া-১ : ঢাকায় পৌঁছেছেন ওয়ার্নার-তানভীর

326

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-বিপিএল
ঢাকায় পৌঁছেছেন ওয়ার্নার-তানভীর
ঢাকা, ৩ জানুয়ারি ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে খেলতে গতরাতে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ও সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এসেছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার সোহেল তানভীরও।
ওয়ার্নার-তানভীর ঢাকায় পৌঁছানোর পর তাদেরকে স্বাগত জানায় সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ। এরপর ওয়ার্নার-তানভীরের সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট করে সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ।
গেল মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ ও তরুণ খেলোয়াড় ক্যামেরন বেনক্রফটের সাথে বল টেম্পারিং করেন ওয়ার্নার। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে স্মিথ ও ওয়ার্নার এক বছরের নিষেধাজ্ঞা পান। নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ইতোমধ্যে মাঠে ফিরেছেন বেনক্রফট।
এ অবস্থায় বিপিএলে প্রথমবারের মত খেলতে নামবেন টি-২০ ফরম্যাটের পরীক্ষিত ও বিধ্বংসী ব্যাটসম্যান ওয়ার্নার। অধিনায়ক হিসেবে ২০১৬ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদকে চ্যাম্পিয়নও করেছেন তিনি। তাই ওয়ার্নারের উপর আসন্ন বিপিএলে দলের দায়িত্ব তুলে দিয়েছে সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ।
আগামী ৫ জানুয়ারি থেকে পর্দা উঠবে বিপিএলের। ৬ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বাসস/এএমটি/১১২০/স্বব