রাষ্ট্রপতির সঙ্গে ইতালি ও ব্রুনাইর বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

376

ঢাকা, ২ জানুয়ারি, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বঙ্গভবনে ইতালি ও ব্রুনাইয়ের বিদায়ী রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা এবং ব্রুনাইয়ের হাইকমিশনার হাজাহ মাসুরাই বিন মাসরিরকে বাংলাদেশের সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্ক চমৎকার বলে অভিহিত করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস’কে বলেন, রাষ্ট্রপতি রোহিঙ্গা ইস্যুতে দু’দেশের অবদান স্মরণ করেন।
আবদুল হামিদ উল্লেখ করেন যে, বাংলাদেশ এবং ইতালি ও ব্রুনাইয়ের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পেয়েছে।
ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ইতালি সরকারের উদার দৃষ্টিভঙ্গি এবং সেখানে কর্মরত বাংলাদেশীদের প্রতি সে দেশের সরকারের মনোভাবের প্রশংসা করেন।
তিনি রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ সরকারের প্রতি ইতালির অব্যাহত সহায়তা কামনা করেন।
রাষ্ট্রপতি হামিদ গুলশানে সন্ত্রাসী হামলায় ইতালির নাগরিক নিহত হওয়ার ঘটনার পর বাংলাদেশ সরকারের প্রতি ইতালি সরকারের সহনশীল মনোভাবের কথা স্মরণ করেন।
ইতালির রাষ্ট্রদূত হলি আর্টিজান হামলার পর বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন।
ব্রুনাইয়ের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিশ্বমানের পণ্য বিশেষ করে ওষুধ, তৈরি পোশাক ও পাটজাত সামগ্রী প্রস্তুত করছে।
তিনি এসব পণ্যসামগ্রী বাংলাদেশ থেকে ব্রুনাইয়ে আমদানির ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করতে হাইকমিনারের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় দু’দেশের দূতাবাসের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।