বাসস ক্রীড়া-৯ : তিন সপ্তাহ মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের লরেন্ত

161

বাসস ক্রীড়া-৯
ফুটবল-স্পেন-রিয়াল-লরেন্তে
তিন সপ্তাহ মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের লরেন্ত
মাদ্রিদ, ২ জানুয়ারি ২০১৯ (বাসস) : বাঁ কুচকির ইনজুরিতে আক্রান্ত মিডফিল্ডার মার্কোস লরেন্তকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে কাটাতে হবে। বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ।
২০১৮ সালের শেষভাগ পর্যন্ত দারুন পারফর্মেন্স প্রদর্শন করেছে লরেন্ত। ক্লাবের হয়ে লা লীগার শেষ তিনটি ম্যাচসহ ক্লাব বিশ্বকাপের মুল একাদশের হয়ে খেলেছেন তিনি। যেখানে আল আইনকে হারিয়ে শিরোপা জয় করেছে স্প্যানিশ জায়ান্টরা।
তবে ২৩ বছর বয়সী এই তারকার অগ্রগতিতে আকষ্মিক ধাক্কা লেগেছে মৌসুমের মধ্যভাগ বিরতীতে ইনজুরির কবলে পড়ায়। তার ইনজুরিটি ‘গ্রেট টু’ মানের বলে মন্তব্য করেছে রিয়াল মাদ্রিদ। এর অর্থ হচ্ছে ইনজুরির কারণে তিন থেকে ছয় সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে কাটাতে হবে তার।
আপাতত ভিলারিয়াল, রিয়াল সোসিয়েদাদ, লেগানেস, রিয়াল বেতিস ও সেভিয়ার বিপক্ষে খেলতে না পারলেও ছয় সপ্তাহের জন্য যদি লরেন্তে মাঠের বাইরে কাটান তাহলে এস্পানিওল, ডিপোর্তিভো আলাভেস ও অ্যাটলটিকো মাদ্রিদের বিপক্ষেও খেলতে পারবেননা।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮১২/স্বব