বাসস দেশ-৮ : ঐক্যফ্রন্ট থেকে নির্বাচতি সদস্যদের সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা উচিত : খন্দকার মোশাররফ

128

বাসস দেশ-৮
মোশাররফ-শুভেচ্ছা
ঐক্যফ্রন্ট থেকে নির্বাচতি সদস্যদের সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা উচিত : খন্দকার মোশাররফ
ঢাকা, ২ জানুয়ারি, ২০১৯ (বাসস) : ঐক্যফ্রন্ট থেকে নির্বাচতি সংসদ সদস্যদের সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর পরিষদের সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির উচিত সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা। কারণ, জনগণের প্রতিনিধি হিসেবেই তারা ভোটে নির্বাচিত হয়েছে। তাই তাদের উচিত সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলা।’
জাতীয় পার্টি, বিএনপি, গণফোরামসহ সব মিলিয়ে এবার নির্বাচনে ৩০টির মতো আসন বিরোধী দলের প্রার্থীরা জিতেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা যদি একত্রে সংসদে বিরোধী দলের ভূমিকা রাখে তাহলে তা সরকার পরিচালনায় সহায়ক হবে। কারণ, বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়ে থাকে।’
আওয়ামী লীগের বড় বিজয়য়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, এই বিজয়ের একমাত্র কারণ সরকারের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা রক্ষা করা। জনগণ এই ধারাবাহিকতা রক্ষা করতেই ভোট দিয়েছে। কারণ, জনগণ জানে, উন্নয়ন মানেই শেখ হাসিনা, উন্নয়ন মানেই বাংলাদেশ।
বাসস/এএসজি/বিকেডি/১৭০৫/আরজি