আওয়ামী লীগের বিজয় শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা : সোনিয়া গান্ধী

461

ঢাকা, ২ জানুয়ারি, ২০১৯ (বাসস) : ভারতের কংগ্রেস সংসদীয় দলের পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেছেন, আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজ্ঞ ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় সোনিয়া গান্ধী বলেন, ‘ভোটের ফলাফল হলো আপনার বিজ্ঞ, দূরদৃষ্টিসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের প্রতি জনগণের আস্থা, যে নেতৃত্ব এনে দিয়েছে আপনার দেশের ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং অগ্রগতি।’
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে বলেন, ‘ভারতের কংগ্রেস পার্টির নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে এক বার্তায়, রোববারের জাতীয় নির্বাচনে তাঁর (শেখ হাসিনা) দলের নিরঙ্কুশ বিজয়ে তাঁকে (শেখ হাসিনা), বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।’ তাঁর দলের এই ঐতিহাসিক জয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ভারতের কংগ্রেস পার্টির এই নেতা বলেন, ‘আপনার (শেখ হাসিনা) সম্মানীত ও প্রিয় বাবা, আপনাকে নিয়ে গর্ববোধ করতেন। এই আনন্দঘন মূহুর্তে আওয়ামী লীগে আপনার সহকর্মীদের কাছে কংগ্রেস পার্টির উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিবেন। ’
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আপনার জয়ে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে আনন্দিত হয়েছি, আমাদের মধ্যে খুবই ঘনিষ্ঠ ও বিশেষ পারিবারিক বন্ধন রয়েছে। কিন্তু এটা এমন একটি ফলাফল, যা সকল ভারতীয়ই উদযাপন করবে- আমাদের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক জোরদার ও সম্প্রসারণের লক্ষ্যে আপনি অনেক করেছেন।’
সোনিয়া গান্ধী আরও বলেন, ‘আমরা জানি, আপনার নেতৃত্বে এই বন্ধুত্বের ভিত্তিতে আমরা আরো অগ্রসর হতে থাকবো।’
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য তথা বাংলাদেশের অব্যহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছে ভারতীয় কংগ্রেস পার্টি।