বাসস বিদেশ-২ : তাইওয়ান প্রশ্নে সামরিক বাহিনীর ব্যবহার পরিত্যাগ করবে না চীন

311

বাসস বিদেশ-২
চীন-তাইওয়ান-রাজনীতি
তাইওয়ান প্রশ্নে সামরিক বাহিনীর ব্যবহার পরিত্যাগ করবে না চীন
বেইজিং, ২ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক): চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার বলেছেন, তাইওয়ানের একত্রিকরণ নিশ্চিত করার একটি পন্থা হিসেবে বেইজিং সেখানে তাদের সামরিক বাহিনীর ব্যবহার পরিত্যাগ করবে না।
এ সময় জোরদিয়ে তিনি বলেন, তাইওয়ান কোন একদিন মূল ভূখন্ডের সাথে আবারো একীভূত হবে। খবর এএফপি’র।
শি বলেন, বেইজিং সেখানে বহিরাগত বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের পথ ধরে রেখেছে যাতে শান্তিপূর্ণ একত্রীকরণের এবং তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদী কর্মীদের ব্যাপারে পদক্ষেপ নেয়া যায়।
বাসস/এমএজেড/১১০০/কেএআর