বাসস ক্রীড়া-১২ : এমেরির ৮ হাজার পাউন্ড জরিমানা

325

বাসস ক্রীড়া-১২
ফুটবল-এমেরি-আর্সেনাল-জরিমানা
এমেরির ৮ হাজার পাউন্ড জরিমানা
লন্ডন, ১ জানুয়ারি ২০১৯ (বাসস/এএফপি) : দর্শকদের উদ্দেশ্যে পানির বোতলে লাথি মারায় আর্সেনালের কোচ উনাই এমেরিকে ৮ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে । সোমবার বক্সিংডে ম্যাচে ব্রাইটনের সঙ্গে ড্র করার পর এ কান্ড ঘটান গানার কোচ।
বিষয়টি আমলে নিয়েই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ফুটবল এসোসিয়েশন (এফএ)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংলিশ ফুটবলের এই পরিচালনা পরিষদ জানায়, ‘এফএ’র আচরণবিধি লংঘন করার দায়ে এমেরিকে ৮ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।’
গত বৃহস্পতিবারই এফএ ঘোষণা দিয়েছিল যে সাউথকোস্টের ম্যাচে অসদাচরণের জন্য বিচারের মুখোমুখি হতে হবে স্প্যানিশ কোচকে। ম্যাচে ১-১ গোলে ড্র করে গানাররা। যদিও এমেরি ওই ঘটনার পর দর্শকদের কাছে ক্ষমা চাওয়ার কারণে শাস্তি থেকে রেহাই পাবেন বলেই ধারণা করছিলেন।
প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সাবেক এই কোচ বলেন, ‘আশা করেছিলাম ছাড় পাব। তবে এই সিদ্ধান্তের প্রতি আমার অবশ্যই সম্মান দেখাতে হবে। কারণ আমার ওই আচরণের কারণে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দর্শদের প্রতি আমার কোন ধরনের উদ্দেশ্য ছিল না। আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। ’
শাস্তি থেকে মুক্তি না পেলেও টাচ লাইন নিষেধাজ্ঞার খড়গ থেকে বেঁচে গেছেন এমেরি।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৪০/মোজা/স্বব