বাসস দেশ-২৪ : পার্বত্য চট্টগ্রামে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

309

বাসস দেশ-২৪
খাগড়াছড়ি-আটক
পার্বত্য চট্টগ্রামে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক
ঢাকা, ১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : সেনাবাহিনীর সদস্যরা আজ ভোরে খাগড়াছড়ি জেলার দুর্গম লক্ষ্মীছড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করেছে ।
মঙ্গলবার ভোরে গুইমারা সেনা রিজিয়নের সদস্যরা উপজেলার রাইন্ন্যামাছড়া এলাকা থেকে তাদের আটক করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
আটকরা হলেন, লক্ষীছড়ির রাইন্ন্যামাছড়ার বিজয় কুমার চাকমার ছেলে সুমন্ত চাকমা (২০) ও একই এলাকার রাদিমোহন চাকমার ছেলে দিপঙ্কর চাকমা (২২)।
তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ১টি অস্ত্র, ১টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড তাজা গুলি, ১টি পোচ, ১টি সিলিং, ০১টি দা, ২টি অবৈধ চাঁদা আদায়ের রশিদসহ একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রসিত গ্রুপের মনোনীত স্বতন্ত্র প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হওয়ায় তারা নির্বাচন পরবর্তী সহিংসতার পরিকল্পনা করে।
এমন তথ্যের ভিত্তিতে গুইমারা সেনা রিজিয়নের একটি টহল দল উপজেলার রাইন্ন্যামাছড়ায় অভিযান পরিচালনা করে।
এসময় অপর দুইজন সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ঢালুতে লাফ দিয়ে পালিয়ে যায়।
আটককৃতদের লক্ষীছড়ি পুলিশে হন্তান্তর করা হয়েছে।
বাসস/আইএসপিআর/এফএইচ/১৮১৫/এইচএন