বাসস প্রধানমন্ত্রী-৩ : আওয়ামী লীগের ব্যাপক বিজয়ে শেখ হাসিনাকে শ্রীলংকার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

164

বাসস প্রধানমন্ত্রী-৩
শেখ হাসিনা-শ্রীলংকা-অভিনন্দন
আওয়ামী লীগের ব্যাপক বিজয়ে শেখ হাসিনাকে শ্রীলংকার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
ঢাকা, ১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আজ অভিনন্দন জানিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘শ্রীলংকার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক পৃথকভাবে টেলিফোন করেন এবং রোববারে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য শেখ হাসিনা, তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রীও তাঁকে অভিনন্দন জানানোর জন্য লংকান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
প্রেস সচিব আরো জানান, তিন নেতা আশা প্রকাশ করেন যে দুই দেশের মধ্যে নিরাজমান সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার হবে।
বাসস/এসএইচ/অনু-জেহক/১৭০০/আহো/আরজি