ফিলিপাইনে ভূমিধস ও বন্যায় ৭৫ জনের মৃত্যু

425

ম্যানিলা, ১ জানুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : ফিলিপাইনে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় ৭৫ জন মারা গেছে এবং আরো ১৬ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা একথা জানায়। খবর সিনহুয়ার।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা সংস্থার হাল নাগাদ প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক এ দুর্যোগে প্রাণহানির পাশাপাশি ১২ জন আহত হয়েছে এবং এতে এখনো ১৬ জন নিখোঁজ রয়েছে।
ফিলিপাইনের মধ্য ও উত্তরাঞ্চলে গত ২৯ ডিসেম্বর আঘাত হানা এ প্রাকৃতিক দুর্যোগে সেখানকার ৪শ’ ৫৭ গ্রামের ৪৫ হাজারের বেশি পরিবারের প্রায় এক লাখ ৯২ হাজার লোক ক্ষতির শিকার হয়েছে।
সংস্থার মুখপাত্র ইদগার পোসাদাস জানান, এ দুর্যোগে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় বিকল এলাকায় ৫৯ জন, ইস্টার্ন ভিসায়াস এলাকায় ১৩ জন ও পার্শ্ববর্তী অন্যান্য এলাকায় ৩ জন প্রাণ হারায়।
পোসাদাস আরো জানান, এদের অধিকাংশ ভূমিধসে চাপা পড়ে মারা গেছে।