বাসস দেশ-৬ : অধ্যাপক ফেরদৌসী হান্নানের মৃত্যুতে শোক ঢাবি উপাচার্যের

146

বাসস দেশ-৬
ঢাবি-শোক
অধ্যাপক ফেরদৌসী হান্নানের মৃত্যুতে শোক ঢাবি উপাচার্যের
ঢাকা, ১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ফেরদৌসী হান্নানের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ফেরদৌসী হান্নান একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক ছিলেন। তিনি দীর্ঘ ৪০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি অনন্য অবদান রেখে গেছেন। তার কর্মকা-ের মাধ্যমেই তিনি বিশ্ববিদ্যালয় পরিবারে স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যাপক ফেরদৌসী হান্নান গত ৩০ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি স্বামী, দুই মেয়ে, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক ফেরদৌসী হান্নান ঢাবির সাবেক রেজিস্ট্রার মরহুম আবদুল হাদী তালুকদারের মেয়ে এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এ কে এম আবদুল মান্নান ভূঁইয়ার স্ত্রী।
বাসস/সবি/এসই/১৪৫৫/এমএসআই