বাসস ক্রীড়া-৬: রেকর্ড ধরে রাখতে চায় নিউজিল্যান্ড, বন্ধ্যাত্ব ঘোচাতে চায় শ্রীলংকা

206

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-ওয়ানডে
রেকর্ড ধরে রাখতে চায় নিউজিল্যান্ড, বন্ধ্যাত্ব ঘোচাতে চায় শ্রীলংকা
মাউন্ট মঙ্গানুই, ১ জানুয়ারি, ২০১৯ (বাসস) : গত ১৭ বছর যাবত দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড নিউজিল্যান্ডের। আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অতীতের রেকর্ড ধরে রাখতে চায় নিউজিল্যান্ড। তবে শ্রীলংকার লক্ষ্য বন্ধ্যাত্ব ঘোচানো। নিউজিল্যান্ডের মাটিতে দীর্ঘদিন সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব এবারের সফরে ঘোচাতে চায় লংকানরা। বুধবার মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় ভোর ৭টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
নিউজিল্যান্ডের মাটিতে ১৯৮৩ সালে প্রথম ওয়ানডে সিরিজ খেলতে নামে শ্রীলংকা। এরপর নয়টি দ্বিপক্ষীয় সিরিজ খেলে লংকানরা। এর মধ্যে মাত্র ১টিতে জয় পায় শ্রীলকা। তাও সেটি ২০০১ সালে এবং সেবারই শেষবার। এরপর নিউজিল্যান্ডের মাটিতে আর কোন সিরিজ জিততে পারেনি শ্রীলংকা।
এবারের নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলংকা। এই সিরিজ জিতে নিউজিল্যান্ডের মাটিতে বন্ধ্যাত্ব ঘোচাতে চায় লংকানরা। এমন কথাই বললেন অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে আমাদের রেকর্ড খুবই বেশি ভালো না। দ্বিপক্ষীয় সিরিজে আমরা ভালো করতে পারিনি। তবে এবার আমরা দল হিসেবে ভালো করতে মুখিয়ে আছি। কারন আমাদের এবারের দলটি বেশ ভারসাম্যপুর্ন। এছাড়া এ বছর ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে রেখে এখন থেকেই আমাদের তৈরি হতে হবে। তাই বছরের প্রথম সিরিজে ভালো ফল অর্জন করতে চাই আমরা।
পক্ষান্তরে টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডেতেও সাফল্য পেতে চান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘টেস্টে আমরা ভালো পারফরমেন্স করেছি, এবার আমাদের লক্ষ্য ওয়ানডেতে ভালো করা। এছাড়া শ্রীলংকার বিপক্ষে দেশের মাটিতে ভালো করার রেকর্ডটি আমরা ধরে রাখতে চাই। তবে কাজটি সহজ হবে না। কারন টেস্ট হেরে যাওয়ায় ওয়ানডেতে ভালো করতে মুখিয়ে আছে শ্রীলংকা। আমাদের সর্তক থাকতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড। কুশল মেন্ডিস ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাটিং দৃঢ়তায় ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট ড্র করে শ্রীলংকা। তবে ক্রাইস্টচার্চে বক্সিং-ডে টেস্টে পারফরমেন্সের ছিটেফটা দেখাতে পারেনি সফরকারীরা। ৪২৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। সেই সাথে সিরিজও জয় করে তারা। নিজেদের টেস্ট ইতিহাসে রান বিবেচনায় এটিই ছিলো কিউইদের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।
শ্রীলংকা দল : লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), দুসমন্থ চামিরা, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, নুয়ান প্রদীপ, আসলে গুনারতেœ, দানুস্কা গুনাতিলকা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, থিসারা পেরেরা, সেক্কুজে প্রসন্ন, কুশন রাজিথা, লক্ষণ সান্দাকান ও দাসুন শানাকা।
বাসস/এএমটি/১২০০/স্বব