বাসস দেশ-২০ : সুপরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় ছিলো ঐক্যফ্রন্ট : নওফেল

139

বাসস দেশ-২০
নওফেল-নির্বাচন
সুপরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় ছিলো ঐক্যফ্রন্ট : নওফেল
চট্টগ্রাম, ৩১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের সদ্যবিজয়ী সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ঐক্যফ্রন্ট অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলো।
আজ সোমবার দুপুরে নগরের কেসিদে রোড় এলাকায় নির্বাচনী কার্যালয়ে কর্মী সমাবেশে তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। কারণ এই প্রথম একটি রাজনৈতিক সরকারের অধীনে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে।
নওফেল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব সবার মধ্যে আস্থা তৈরি হয় এবং এ কারণেই সবাই নির্বাচনে এসেছেন। কিন্তু নিজেদের ভরাডুবির আশঙ্কা থেকেই নির্বাচন বানচালের কূট খেলায় মেতে ওঠে ওই পক্ষ।’
তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণা যখন শুরু হলোÑ আমরা লক্ষ্য করলাম অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ঐক্যফ্রন্ট প্রচারণা থেকে ইচ্ছাকৃতভাবে নিজেদের বিরত রেখেছে। তখন সাধারণ মানুষের সঙ্গে আমাদের মনেও প্রশ্ন জাগলো- তারা কেনো নিজেদের নির্বাচনী প্রচারণা থেকে বিরত রেখেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তাদের হীন উদ্দেশ্য আমরা টের পেয়ে যাই।’
নওফেল বলেন, এর মাধ্যমে তারা দেখাতে চেয়েছিলো- নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ তাদের সুযোগ দিচ্ছে না। তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নেই। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলতে বলতে শেষ পর্যন্ত তারা নিজেরাই সহিংসতা করলেন। সারাদেশে ৯ জন মানুষকে হত্যা করলেন। যারা লেভেল প্লেয়িং ফিল্ড চান, আসলে তারা ডেথ প্লেয়িই ফিল্ডই চেয়েছিলেন।’
বাসস/ডিবি/কেসি/১৭১৫/এএএ