বাসস ক্রীড়া-৩ : ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে পড়লেন ম্যাথুস

137

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-ইনজুরি
ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে পড়লেন ম্যাথুস
ব্রিসবেন, ৩১ ডিসেম্বর ২০১৮ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেছেন বাম হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়া শ্রীলংকান অল-রাউন্ডার এ্যাঞ্জেলো ম্যাথুস। ক্রাইস্টাচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ম্যাথুস ব্যাটিংয়ের সময় ইনজুরিতে আক্রান্ত হয়ে সাজঘরে ফিরতে বাধ্য হন। আগামী চার সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে চলে গেছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
ফিটনেস ও একইসাথে ম্যাচ অনুশীলনের অভাবে ধারণা করা হচ্ছে ম্যাথুসের ফিরতে হয়ত আরো কিছুটা সময় বেশী লাগতে পারে। সে কারনেই ১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যানবেরায় শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
অভিজ্ঞ এই অল-রাউন্ডারের ইনজুরিতে শ্রীলংকার বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে হতাশা দেখা দিয়েছে। এর আগে লংকান ওয়ানডে দল থেকে বাদ পড়লেও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও এক ম্যাচের টি২০ সিরিজের জন্য তাকে দলভূক্ত করা হয়েছিল।
বাসস/নীহা/১৪৩৫/মোজা/স্বব