লিবিয়ায় অবৈধভাবে আটক সাংবাদিকদের মুক্তির দাবি জাতিসংঘের

251

ত্রিপোলি, ২৯ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : লিবিয়ায় জাতিসংঘ সহযোগিতা মিশন (ইউএনএসএমআইএল) কোন গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আটক রাখা লিবিয়ার দুই সাংবাদিককে দ্রুত ছেড়ে দেয়ার জন্য সোমবার আহবান জানিয়েছে। এপ্রিলের শেষের দিক থেকে তাদেরকে অবৈধভাবে আটক রাখা হয়েছে। খবর সিনহুয়ার।
সোমবার রাতে মিশনের এক বিবৃতিতে বলা হয়, ইউএনএসএমআইএল সাংবাদিক সুলাইমান গাশট ও মোহাম্মাদ ইয়াগহুবিকে দ্রুত মুক্তি দেয়ার আহবান জানাচ্ছে। তাদেরকে কোন গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গত ২৯ এপ্রিল গ্রেফতার করা হয়। তারা সাংবাদিকতা বিষয়ক সেপ্টিমিয়াস অ্যাওয়ার্ডের হেড ও ইডি।
লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী নীতিমালা ভঙ্গ ও যৌন হয়রানির অভিযোগে এ দুই সাংবাদিককে গ্রেফতার করে।
এ গ্রেফতারের ঘটনায় লিবিয়ায় সাংবাদিক ও শিল্পী সমাজ ক্ষুব্ধ। এতে অনেক সাংবাদিক ও শিল্পী ত্রিপোলিতে সরকারি সদরপ্তরের বাইরে বিক্ষোভ করে।
২০১২ সালে চালু হওয়া সেপ্টিমিয়াস অ্যাওয়ার্ড লিবিয়ার সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও শিল্পীদের কাছে অনেক মর্যদাপূর্ণ।