বিদ্রোহী নিয়ন্ত্রিত বন্দরের কাছাকাছি ইয়েমেনের সরকারি বাহিনী

298

রিয়াদ, ২৯ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : ইয়েমেনের সরকারি বাহিনী বন্দর নগরী হোদেইদার কাছাকাছি চলে এসেছে। সোমবার সৌদি নিয়ন্ত্রিত জোট বাহিনী একথা জানিয়েছে।
রিয়াদে জোট সরকারের মুখপাত্র তুর্কি আল-মালিকি সাংবাদিকদের বলেন, ‘জোট বাহিনীর সহায়তায় ইয়েমেনী বাহিনী হোদেইদার প্রায় ২০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। সামরিক অভিযান চলছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।
লোহিত সাগর তীরবর্তী বন্দরটি ইয়েমেনে প্রবেশের একটি প্রধান রুট। ২০১৫ সাল থেকে ইয়েমেন সরকারের পক্ষে সৌদি আরব ও তার মিত্ররা ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে।
হোদেইদা ইয়েমেনে ত্রাণ সরবরাহের বৃহত্তম রুট। রুটটি অবরুদ্ধ থাকায় ত্রাণ সংকটের কারণে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
কিন্তু সৌদি আরব মনে করে হোদেইদা দিয়েই বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহ করা হয়। প্রতিদ্বন্দ্বী তেহরান হুতিদের অস্ত্র সরবরাহ করে বলে অভিযোগ রিয়াদের।
মালিকি আরো বলেন, ‘হুতি বিদ্রোহীরা যে রুট থেকে উপকৃত হচ্ছে, সেটা বিচ্ছিন্ন করে ফেলাই আমাদের লক্ষ্য।’
বিদ্রোহী প্রধান আব্দুল মালিক আল-হুতি রোববার টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, হুতিরা হোদেইদায় জোট বাহিনীর যে কোন অভিযান মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
তার ওই বক্তব্যের পর মালিকীর ঘোষণাটি এলো।