বাসস দেশ-৬৮ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা

193

বাসস দেশ-৬৮
নির্বাচন-ফলাফল-৩
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচন কমিশন (ইসি) আরও কয়েকজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা। তাদের মধ্যে গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ইকবাল হোসেন সবুজ ৩ লাখ ৪৩ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী আসাদুজ্জামান খান ১ লাখ ৯১ হাজার ৮৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ঢাকা-৮ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত মহাজোট প্রার্থী রাশেদ খান মেনন ১ লাখ ৩৯ হাজার ৫৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মোহাম্মদ নাসিম ৩ লাখ ২৪ হাজার ৪২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পাবনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শামসুল হক টুকু ২ লাখ ৮১ হাজার ৮৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পাবনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী আহমেদ ফিরোজ কবির ২ লাখ ৪২ হাজার ৬৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পাবনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শামসুর রহমান শরীফ ২ লাখ ৪৯ হাজার ৫৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জয়পুরহাট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শামসুল আলম দুদু ২ লাখ ১৯ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন ২ লাখ ২৮ হাজার ৭০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নাটোর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শফিকুল ইসলাম শিমুল ২ লাখ ৬২ হাজার ৭৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নাটোর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী জুনাইদ আহমেদ পলক ২ লাখ ৩০ হাজার ৩২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নাটোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. আব্দুল কুদ্দুস ২ লাখ ৮৫ হাজার ৫৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী মো. মোশাররফ হোসেন ১ লাখ ২৮ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী কামাল আহমেদ মজুমদার ১ লাখ ৭৫ হাজার ১৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চাপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. জিয়াউর রহমান ১ লাখ ৩৯ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. আব্দুস শহীদ ২ লাখ ১১ হাজার ৬০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী নেসার আহমেদ ১ লাখ ৮৪ হাজার ৫৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২ লাখ ৬৬ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম-২ আসনে তরিকত ফেডারেশন মনোনীত মহাজোট প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ২ লাখ ৩৮ হাজার ৪৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মাহফুজুর রহমান ১ লাখ ৬২ হাজার ৩৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম-১২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শামসুল হক চৌধুরী ১ লাখ ৮৩ হাজার ১৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ২ লাখ ৪৩ হাজার ৪১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী আক্তারুজ্জামান ২ লাখ ৮৪ হাজার ৩৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সাতক্ষীরা-১ আসনে ওয়ার্কার্স পার্টি মনোনীত মহাজোট প্রার্থী মোস্তফা লুৎফুল্লাহ ৩ লাখ ৩২ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী আ ফ ম রুহুল হক ৩ লাখ ৩ হাজার ৬৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এসএম জগলুল হায়দার ২ লাখ ৩৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শফিকুল আজম খান ২ লাখ ৪২ হাজার ৫৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. আনোয়ারুল আজিম ২ লাখ ২৬ হাজার ৩৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
খুলনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী পঞ্চানন বিশ্বাস ১ লাখ ৭২ হাজার ১৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মুন্নুজান সুফিয়ান ১ লাখ ৩৪ হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। খুলনা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ ২ লাখ ৩১ হাজার ৭১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. আলী আসগর ২ লাখ ৯৮ হাজার ৮৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুড়িগ্রাম-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী আসলাম হোসেন সওদাগর ১ লাখ ২১ হাজার ৯০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি মনোনীত মহাজোট প্রার্থী পনির উদ্দীন আহমদ ২ লাখ ২৯ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সেলিমা আহমাদ ২ লাখ ৬ হাজার ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন ২ লাখ ৭৩ হাজার ১৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী রাজি মোহাম্মদ ফখরুল ২ লাখ ৪০ হাজার ৫৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী আব্দুল মতিন খসরু ২ লাখ ৯০ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী নাসিমুল আলম চৌধুরী ১ লাখ ৮৮ হাজার ৬৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী রাজি মোহাম্মদ তাজুল ইসলাম ২ লাখ ৭০ হাজার ৬০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী আ হ ম মুস্তফা কামাল ৪ লাখ ৫ হাজার ২৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. মুজিবুল হক ২ লাখ ৮২ হাজার ৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ড. মহীউদ্দিন খান আলমগীর ১ লাখ ৯৬ হাজার ৮৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. নুরুল আমীন ৩ লাখ ১ হাজার ৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ডা. দীপু মনি ৩ লাখ ৪ হাজার ৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নোয়াখালী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মামুনুর রশীদ কিরন ২ লাখ ১৭ হাজার ৪২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এম এ মতিন ১ লাখ ৩২ হাজার ৩৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী জাকির হোসেন ১ লাখ ৬২ হাজার ৬৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বাসস/এএসজি/এমএসএইচ/এমএআর/০৩৫০/এমকে