বাসস দেশ-৬৭ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা

186

বাসস দেশ-৬৭
নির্বাচন-ফলাফল-২
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচন কমিশন (ইসি) যাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন, তারা হলেন- গাজীপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী আ ক ম মোজাম্মেল হক ৪ লাখ ১ হাজার ৫১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী জাহিদ আহসান রাসেল ৪ লাখ ১২ হাজার ১১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মেহের আফরোজ চুমকী ২ লাখ ৭ হাজার ৬৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মনজুর হোসেন ৩ লাখ ৪ হাজার ৬০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন ২ লাখ ৭৬ হাজার ২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ১ লাখ ৪৪ হাজার ১৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুষ্টিয়া-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী আ ক ম সারোয়ার জাহান ২ লাখ ৭৬ হাজার ৬৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুষ্টিয়া-২ আসনে জাসদ মনোনীত মহাজোট প্রার্থী হাসানুল হক ইনু ২ লাখ ৮০ হাজার ৬৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মাহবুব উল আলম হানিফ ২ লাখ ৯৬ হাজার ৫৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুষ্টিয়া-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সেলিম আলতাফ জর্জ ২ লাখ ৭৮ হাজার ৮১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শ্রী বীরেন শিকদার ২ লাখ ২৯ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শেখ হেলাল উদ্দীন ২ লাখ ৫২ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী হাবিবুন্নাহার ১ লাখ ৭৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. মোজাম্মেল হোসেন ২ লাখ ৪৭ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ফরহাদ হোসেন ১ লাখ ৯৭ হাজার ৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. শহিদুজ্জামান ১ লাখ ৬৯ হাজার ৬১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নওগাঁ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শহীদুজ্জামান সরকার ১ লাখ ৭২ হাজার ১৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। যশোর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শেখ আফিল উদ্দীন ২ লাখ ১১ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। যশোর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. নাসির উদ্দীন ৩ লাখ ২৫ হাজার ৭৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। যশোর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী কাজী নাবিল আহমেদ ৩ লাখ ৬১ হাজার ৩৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী রঞ্জিত কুমার রায় ২ লাখ ৭৩ হাজার ২৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। যশোর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী স্বপন ভট্টাচার্য ২ লাখ ৪২ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। যশোর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ইসমত আরা সাদেক ১ লাখ ৫৬ হাজার ৩৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রাজশাহী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ওমর ফারুক চৌধুরী ২ লাখ ৩ হাজার ৪৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. আয়েন উদ্দীন ২ লাখ ১১ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এনামুল হক ১ লাখ ৯০ হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. মনসুর রহমান ১ লাখ ৮৭ হাজার ৩৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. শাহরিয়ার আলম ২ লাখ ২ হাজার ১০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বাসস/এএসজি/এমএসএইচ/এমএআর/০২০৫/-স্বব/কেজিএ