বাসস দেশ-৬৬ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা

177

বাসস দেশ-৬৬
নির্বাচন-ফলাফল-১
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচন কমিশন (ইসি) যাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন, তারা হলেন- নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী গোলাম দস্তগীর গাজী ২ লাখ ৪৩ হাজার ৭৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী নজরুল ইসলাম বাবু ২ লাখ ৩২ হাজার ৭২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত মহাজোট প্রার্থী লিয়াকত হোসেন খোকা ১ লাখ ৯৭ হাজার ৭৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঢাকা-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সাবের হোসেন চৌধুরী ২ লাখ ২৪ হাজার ২৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. ফজলে রাব্বী মিয়া ২ লাখ ৪২ হাজার ৮৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রংপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী টিপু মুন্সী ১ লাখ ৯৯ হাজার ৯৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নীলফামারী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. আফতাব উদ্দীন সরকার ১ লাখ ৮৮ হাজার ৭৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গাইবান্ধা-১ আসনে জাতীয় পার্টি মনোনীত মহাজোট প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী ১ লাখ ৯৭ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী নুরে আলম চৌধুরী ২ লাখ ২৭ হাজার ৩৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কক্সবাজার-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী আশেক উল্লাহ রফিক ২ লাখ ১৩ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী জাফর আলম ২ লাখ ৭৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শাহীন আক্তার ১ লাখ ৯৬ হাজার ৯৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শেখ ফজলে নুর তাপস ১ লাখ ৬৮ হাজার ১৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শামীম ওসমান ৩ লাখ ৯৩ হাজার ১৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি ১ লাখ ৫৫ হাজার ৬১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। খুলনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শেখ সালাহ উদ্দীন ১ লাখ ১২ হাজার ১০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শেখ তন্ময় ২ লাখ ২১ হাজার ২১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. আফসারুল আমিন ২ লাখ ৮৭ হাজার ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ-৮ আসনে জাতীয় পার্টি মনোনীত মহাজোট প্রার্থী ফখরুল ইমাম ১ লাখ ৫৬ হাজার ৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বরগুনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী শওকত হাচানুর রহমান ২ লাখ ৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বাসস/এএসজি/এমএসএইচ/এমএআর/০১০৫/-কেজিএ