বাসস দেশ-৬৫ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা

184

বাসস দেশ-৬৫
সংসদ নির্বাচন-ফলাফল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচন কমিশন (ইসি) বেসরকারিভাবে আরও কয়েকজনকে নির্বাচিত ঘোষণা করেছেন। তাদের মধ্যে শরীয়তপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী নাহিম রাজ্জাক ২ লাখ ৭ হাজার ২২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এ.কে.এম এনামুল হক শামীম ২ লাখ ৭৩ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এইচএম ইব্রাহিম ২ লাখ ৩৮ হাজার ৯৭০ ভোট পেয়ে নির্বাচিত বেসরকারিভাবে হয়েছেন।
নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মোর্শেদ আলম ১ লাখ ৭৭ হাজার ৩৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী অধ্যাপক মো. আলী আশরাফ ১ লাখ ৮৪ হাজার ৯০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী নিজাম উদ্দীন হাজারী ২ লাখ ৯০ হাজার ৬৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ওবায়দুল কাদের ২ লাখ ৫২ হাজার ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. শাহাবুদ্দীন ১ লাখ ৪৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরাম প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ৭৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী নুরুজ্জামান আহমেদ ১ লাখ ৯৮ হাজার ৫৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী কাজী কেরামত আলী ২ লাখ ৩৮ হাজার ৯১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বাসস/এএসজি/এমএসএইচ/এমএআর/০০৫০/-এমকে