বাসস দেশ-৪৪ : নীলফামারী-৪ আসনে মো. আহসান আদিলুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত

379

বাসস দেশ-৪৪
নির্বাচন-ফলাফল
নীলফামারী-৪ আসনে মো. আহসান আদিলুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ নীলফামারী-৪ আসনে মহাজোট প্রার্থী আহসান আদিলুর রহমানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই আসনে ১৫৭টি কেন্দ্রের মধ্যে ১৫৭টিতে তিনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশের শহীদুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ২৯৪ ভোট।
ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ কমিশন সচিবালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফলাফল ঘোষণা করেন।
বাসস/এএসজি/এমএসএইচ/এমএআর/২২৩০/স্বব-এবিএইচ